দোহারের সুতারপাড়া ইউনিয়নের হলের বাজার চৌ-রাস্তার মোড়ে রাস্তা পাড় হতে গিয়ে নিহত হয়েছে সুলতানা নামের সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশু।
আজ ৫-৬-২০১৬ রবিবার বেলা ১২ টার দিকে সুলতানা হলের বাজার চৌ-রাস্তার মোরে রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নসিমনের চাঁপায় মারাত্বক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন সুলতানাকে চিকিৎসার জন্য দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুলতানাকে মৃত ঘোষণা করে।
সুলতানা উপজেলার মধুরচর গ্রামের হোসেন মিয়ার মেয়ে।
লাশ দফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে এ বিষয়ে থানায় কোন মামলা হয় নি।
আপনার মতামত দিন