স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দোহারে পশুর হাটে প্রশাসনের অভিযান

90
স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দোহারে পশুর হাটে প্রশাসনের অভিযান

ঢাকার দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার ( ২৯ জুলাই) সকাল থেকে উপজেলার চারটি স্থায়ী পশুর হাটে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।

এ সময়ে পশুর হাটে ক্রেতা ও বিক্রেতারা মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবং জালটাকা সনাক্তকরনসহ সার্বক্ষনিক চিকিৎসক ও নিরাপত্তা বিষয়ে বিশেষ নির্দেশনা দেয়া হয়। এসময় বেশকিছু ক্রেতা ও বিক্রেতা স্বাস্থ্যবিধি না মানায় বেশ কয়েকজনকে অর্থদন্ড প্রদান করা হয়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০ মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ এবং সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ

আপনার মতামত দিন