দোহারে ২ স্বর্ণ চোরাচালানকারী গ্রেপ্তার

248

দোহার উপজেলার বটিয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে পুলিশের একটি টহল দল ৭১টি স্বর্ণের চেইন ও নগদ নব্বই হাজার টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, পুলিশের একটি টহল দল মঙ্গলবার রাতে তাদের নিয়মিত টহল দিচ্ছিল। ওই সময় বটিয়া এলাকার প্রধান সড়কে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল চলাকালে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ধাওয়া দিয়ে তাদের তল্লাশি করলে ৭১টি স্বর্ণের চেইন, নগদ নব্বই হাজার টাকা ও টিভিএস ব্রান্ডের একটি মোটরসাইকেলসহ দু’জনকে আটক করে।

আটককৃতরা হলো বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামের মোতালেব মেম্বারের ছেলে শামসুদ্দিন ও খেদির মোল্লার ছেলে জুলহাস মোল্লা।     

আপনার মতামত দিন