সুন্দরীপাড়ায় ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন

430

আবু নাইম মোহাম্মদ তাইমিয়া ♦ ২৭ এপ্রিল বুধবার দোহার উপজেলার সুক্রিকেট টুর্নামেন্টে উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। টুনমেন্টের উদ্ভোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী। টুনমেন্টের উদ্ভধোনী ম্যাচে কার্তিকপুর ক্রিকেট একাদশকে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে পরাজিত করে শুভ সূচনা করে বর্তমান চ্যাম্পিয়ন মাহমুদপুর ক্রিকেট দল। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন মাহমুদপুর ক্রিকেট দলের মিলন মাহমুদ। তিনি ৪১ বলে ৯টি ছক্কা ও ৩ চার মেরে ৭৪ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে কার্তিকপুর ক্রিকেট একাদশ ২০ ওভারে ৮ উকেটের বিনিময়ে ১৬৭ রান করে। দলের পক্ষে ইব্রাহিম সর্বোচ্চ ৪৫ রান করেন। জবাবে মাহমুদপুর ক্রিকেট দল ১৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়।

আপনার মতামত দিন