মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের অনুমোদনহীন ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত ৩০ জানুয়ারি সোমবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সিরাজদিখান সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানান, এনবিএম নামে ইটভাটার সরকারি অনুমোদন না নিয়ে ইটভাটা চালিয়ে আসা হচ্ছে। সরকারের ভ্যাট ও টেক্স ফাঁকি দিয়ে চলছে ইট পোড়ানোর কাজ। এনবিএম-এর মালিক নিজাম উদ্দিনকে একাধিকবার নোটিস করলেও তোয়াক্কা করেনি। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, ইট পোড়ানোর আগুন নিভিয়ে দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আপনার মতামত দিন