শোল্লা ও বক্সনগর ইউনিয়নের মধ্যবিত্ত মানুষের পাশে মুশফিকুর লিমন

শোল্লা ইউনিয়নে ৩০ পরিবারের কাছে উপহার পৌছে দিলেন মুশফিকুর রহমান লিমন

208

আছিফ সজল,নিউজ৩৯ঃ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ও বক্সনগর ইউনিয়নের অসহায় মধ্যবিত্ত বিভিন্ন পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য উপহার হিসাবে পাঠিয়েছেন মুশফিকুর রহমান লিমন। করোনা পরিস্থিতিতে নবাবগঞ্জের অনেক পরিবারই কাজ হারিয়ে, বেকার হয়ে বাসায় বসে রয়েছে। তাদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের একান্ত আস্থাভাজন মুশফিকুর রহমান লিমন। তার অর্থায়নে  নবাবগঞ্জের শোল্লা ও বক্সনগর ইউনিয়নে মুফতি ইব্রাহিম ও মাওলানা আতিকের তত্ত্বাবধানে এই উপহার সামগ্রী বিতরন করা হয়। এই উপহার সামগ্রী বিতরনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবিথ পাভেল। মুশফিকুর রহমান লিমন বিভিন্নভাবে প্রতিনিয়ত দোহার-নবাবগঞ্জবাসীর পাশে রয়েছেন।

আপনার মতামত দিন