দোহারে সরকারি জমি দখলমুক্ত করলো প্রশাসন

1293
সরকারি জমি দখলমুক্ত

দোহার উপজেলার বউবাজার গ্রামে একটি সরকারি জমি দখল মুক্ত করে দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। ৪ মে সোমবার এক গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে অভিযান চালান জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় বউবাজার গ্রামের দখলকৃত সরকারি জমিতে মার্কেট নির্মাণ বন্ধ করে দিয়ে দখলদার ব্যক্তিকে অর্থদন্ড দেয়া হয়।

জ্যোতি বিকাশ চন্দ্র জানান, দোহার উপজেলার বউবাজার এলাকার ১নং খাস খতিয়ানের প্রায় ২৬ শতাংশ সরকারি জমির কিছু অংশ নিজের দখলে নিয়ে মার্কেট নির্মাণ শুরু করে একই গ্রামের শওকত হোসেন নামের এক ব্যক্তি। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে সোমবার দুপুরে সরেজমিনে অভিযান চালিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। এছাড়াও জমি উদ্ধার করে এবং উদ্ধারকৃত জমিতে সরকারি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সরকারি আদেশ অমান্য করে লোক সমাগম করে কাজ করানোর অপরাধে অভিযুক্ত শওকত হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতি বিকাশ চন্দ্র।

আপনার মতামত দিন