নবাবগঞ্জের শোল্লায় পাটের গুদামে আগুন

302

আসিফ শেখ ♦ নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ বাজারে পাটের গুদামে আগুন লেগে প্রায় ৪শ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনার কারন এখনও জানা যায়নি । গত ১৮ই নভেম্বর বিকাল ৪ টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটনা ঘটে। পুড়ে যাওয়া পাটের ক্ষয়ক্ষতির পরিমান বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা বলে দাবী করেন পাট ব্যবসায়ীরা ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮ই নভেম্বর রবিবার বিকাল ৪ টায় নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিল ঝাপ বাজারে বাবুলদের পাটের গুদামে প্রথমে আগুন লাগে। কিছুখন পর পাশের একটি গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস পৌছতে প্রায় ২ ঘন্টা সময় লাগে। ফায়ার সার্র্ভিসের লোকজন পৌছনোর আগে বাবুলদের পাটের গুদাম ও অন্য একটি পাটের গুদাম পুরে ছাই হয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দোহার-নবাবগঞ্জে ফায়ার সার্ভিস না থাকায় অগ্নিকান্ডে প্রতি বছর বাড়িঘর দোকান পাট পুড়ে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগুন নিয়ন্ত্রন ব্যবস্থায় স্থানীয় প্রশাসনের কোন উদ্যোগ নেই।

অন্য খবর  জাতীয় শোক দিবসে দোহারে পুলিশের পক্ষ থেকে কুরআন শরীফ বিতরণ

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহ্বুবুর রহমান  বলেন, ফায়ার সার্ভিসের জন্য আবেদন করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম  জানান, অগ্নিকান্ডের ব্যাপারে থানায় কেউ সংবাদ দেয়নি। ঘটনাস্থলে এখই পুলিশ পাঠানো হচ্ছে।

আপনার মতামত দিন