শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরুষ্কার বিতরণ

135
শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরুষ্কার বিতরণ

ঢাকার দোহার উপজেলায় ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে দোহার উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা -১ আসনের সংসদ সালমান এফ রহমানের নাম ছিল। ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বীথী, দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

সে সময় আরো উপস্থিত ছিলেন, দোহারের বিভিন্ন স্কুলের প্রধানশিক্ষক ও ক্রীড়া শিক্ষকমণ্ডলী, আলী আহসান খোকন শিকদার দোহার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আলমাস উদ্দিন কাউন্সিলর দোহার পৌরসভা,তৈয়বুর রহমান তরুন চেয়ারম্যান নয়াবাড়ি প্রমুখ।

আপনার মতামত দিন