শিলাকোঠার ডা: আনছার আলী খানের মৃত্যু

865

দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের বাসিন্দা ডা. মো. আনছার আলী খান (৬৩) গত ১৩ই জুলাই বুধবার বেলা ২টা ১০ মিনিটে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহী…….রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বাদ এষা শিলাকোঠা এমদাদুল উলূম মাদ্রাসার মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় শত শত মানুষ উপস্থিত হয়। জানাযার ইমামতি করেন শিলাকোঠা মাদ্রাসার বড় হুজুর আলহাজ্ব মাওলানা আব্দুর রহিম। জানাযা শেষে শিলাকোঠা বাগে জান্নাত কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

আপনার মতামত দিন