দোহারে ওলামা পরিষদের বার্ষিক নৌ-ভ্রমন

1839
দোহারে ওলামা পরিষদের বার্ষিক নৌ-ভ্রমন

চতূর্দিকে যখন অপসংস্কৃতি ও অশ্লিলতায় সয়লাব, জায়েয নাজায়েয ও হালাল হারামের যখন কোন তোয়াক্কা নেই কারো কাছে। ঠিক সেই সময়েই দোহার থানা ওলামা পরিষদের উদ্যোগে মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও দ্বীনদার ব্যাক্তিবর্গদের নিয়ে ব্যাতিক্রম নৌ-ভ্রমনের আয়োজন করে। যার মাধ্যমে অপসংস্কৃতি, অশ্লিলতা ও বেহায়াপনা মাটি চাপা দিয়ে সুস্থধারার সংস্কৃতি ও সভ্যতার এক বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে দোহার থানা ওলামা পরিষদের এই নৌ-ভ্রমনটি।

গত ৯ জুলাই শনিবার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পদ্মা নদীতে ৪ শতাধিক ওলামায়েকেরাম ও ছাত্রদের নিয়ে লঞ্চ ভ্রমনের আয়োজন করা হয়। লঞ্চটি উপজেলার নারিশা ঘাট থেকে মেঘুলা, বিলাসপুর, মৈনটঘাট হয়ে যখন বাহ্রা ঘাটে পৌছে ঠিক তখনই ফুটে উঠে যে, সুন্নত তরিকায় ইসলামী নিয়ম মেনেও আনন্দ ফর্তি করা যায়। আর পুরো ভ্রমন আয়োজনকে ইসলামী সংগীতের মাধ্যমে মাতিয়ে রাখে স্বপ্নতরী শিল্পী গোষ্ঠী। ভ্রমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতী কামাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন ওলামা পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ, সংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আমজাদ হোসাইন, কোষাধক্ষ মূফতী ইমরান হোসাইন সহ দোহার উপজেলার বিশিষ্ট ওলামায়েকেরাম ও ছাত্রবৃন্দ।

আপনার মতামত দিন