শিক্ষার আলো দিয়েই ছাত্ররা দেশকে উন্নয়ন করবেঃ জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান

723

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো.মাহবুবুর রহমান বলেছেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশ ও জাতির উন্নয়ন হয়। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। আর যারা দেশের স্বাধীনতায় বিশ্বাসী নন, তারা দেশের উন্নতি করে না। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার বিকেলে ঢাকার দোহারে মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন আগামী পাচ বছেরর মধ্যে দোহার নবাবগঞ্জের মাধ্যমিক স্কুলে শ্রেণী কক্ষের অভাবে কোনো ছাত্রছাত্রী পড়তে পারে না, এমন কোনো স্কুল থাকবে না । দোহার নবাবগঞ্জে বিভিন্ন স্থানে ভাঙ্গা রাস্তাঘাট কালর্ভাঢ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পরেছে তা দ্রুত সংস্কার ও রাস্তার অভাবে চলাচল করতে পারে না সেখানে জেলা পরিষদের অর্থায়ানে তা আওয়ামীলীগ সরকার শেখ হাসিনার মাধ্যামে করে দেওয়া হবে এবং ভাল শিক্ষার্থী হয়ে ভাল ফলাফলের মধ্যে দিয়ে সমাজে শিক্ষার আলো ছড়াতে হবে। কেবল শিক্ষাই পারে একটি সমাজকে বদলে দিতে ।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো.আব্দুল মোন্নাফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আইজিআর) কে.এম.আব্দুল মান্নান। অতিরিক্ত সচিব প্রবাসী কল্যান মন্ত্রণালয় গাজী মো. জুলহাস,উপজেলা চেয়ারম্যান মো.আলমগীর হোসেন,ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবু বেপারী, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারমান মো.শাজাহান মোল্লা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন প্রমূখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অন্য খবর  ইছামতি নদীতে কচুরিপানার রাজত্ব

 

আপনার মতামত দিন