লটাখোলা সড়ক মানেই ভোগান্তি

227

রাতুল ইসলাম, নিউজ৩৯ ♦ দোহারের জয়পাড়া বাজার থেকে লটাখোলা রাস্তার বেহাল দশা। রাস্তার মাঝে গর্ত। একটু বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তার উপর। তখন ঘটে নানা ধরনের দূর্ঘটনা।জয়পাড়া বাজার সড়ক

দোহারের প্রাণ কেন্দ্র বলতে জয়পাড়াকেই বোঝায়। দোহার থানার নানা প্রান্ত থেকে মানুষ জয়পাড়া আসে নানা কাজে। কিন্তু বর্তমানে জয়পাড়া বাজারে আসা মানেই হলো চরম ভোগান্তি। আর সাধারনত একটু বৃষ্টি নামলেই রাস্তা যেন পরিনত হয় পুকুরে। হয়ে পড়ে যানবাহন চলাচলের অনুপযুক্ত। এর আগে এই রাস্তা নিয়ে নিউজ করা হলেও কতৃপক্ষের কোন দৃষ্টিই নেই এই ব্যস্ত রাস্তার দিকে।

এর আগে রাস্তার সংস্করনের জন্য কাজ করা হলেও তা যে অসম্পূর্ন ছিল তা আজ রাস্তার চেহারা দেখলেই বুঝা যায়। কয়েকদিন আগেই জয়পাড়া বাজার সমিতির নির্বাচন হয়ে গেছে। তাদের কাছে জয়পাড়া বাজার ব্যবসায়ীদের অন্যতম দাবি এই রাস্তা অতিদ্রুত সংস্কার।

আপনার মতামত দিন