নয়াবাড়িতে যুবতীকে গণধর্ষণ

315

স্টাফ রিপোর্টার: দোহার থানার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে সোনিয়া(২২) নামে এক যুবতি গণধর্ষণের শিকার হয়েছে। যুবতীর পিতার নাম মৃত আঃ মেছের। জানা যায়, গত ২৫শে জুলাই মৃত মোঃ হারুনের ছেলে মোঃ শাহীন(২৪) ও আঃ রহিমের নাতি মোঃ পিন্টুর(২০) নেতৃতে ৬/৭ জন যুবক রাত আনুমানিক ১টার দিকে সোনিয়াদের বাড়ীতে গিয়ে ফরিদপুর থেকে বেড়াতে আসা সোনিয়ার খালাত ভাইকে ঘুম থেকে ডেকে তুলে অকারণেই মারধোর ও গালিগালাজ শুরু করে। ঘটনার আকস্মিকতায় বিমুড় সোনিয়ার খালাত ভাই ঘরে ঢুকে খিল দিয়ে আত্মরক্ষার চেষ্টা চালায়। এরপর ধর্ষণকারীর দল সোনিয়ার ঘরের সামনে গিয়ে তাকে দরজা খুলতে বাধ্য করে।এরপর তারা সোনিয়াকে একই সাথে পালাক্রমে ধর্ষণ করে। এদিন সোনিয়ার মা বাড়ীতে ছিল না। উপরন্তু সোনিয়াদের বাড়ী আন্তার চরের একেবারে শেষপ্রান্তে হওয়াতে কেউ সাহায্যে এগিয়া আসতে পারেনি। বিষয়টি পরেরদিন জানাজানি হলে ধর্ষকেরা বিষয়টি ধামাচাপার চেষ্টা চালায়। এখন তারা ভিক্টিমের পরিবারকে বাড়াবাড়ি না করতে হুমকি ধামকি দিচ্ছে। এছাড়া তারা রাজনৈতিক আশ্রয় নেয়ার ও চেষ্টা চালাচ্ছে। তবে জানা গেছে, এ ব্যাপারে দোহার থানায় একটি মামলা নথিভুক্তি হয়েছে। দীর্ঘদিন ধরে ইভটিজিং হওয়া সহ মাদক দ্রব্যের সহজলভ্যতা এবং শিলাকোঠা ও বাহ্রা স্কুলে বখাটেদের দৌরাত্ম্য ও তাদের যথাযথ শাস্তি না হওয়া এসবের মুল কারণ বলে এলাকাবাসি মনে করেন।

আপনার মতামত দিন