মেঘুলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

351

দোহারের মেঘুলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে মেঘুলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন  বিসমিল্লাহ সুপার মার্কেট। আগুনে মার্কেটের সাতটি দোকান সম্পূর্নরূপে পুড়ে যায়।

স্থানীয় লোকজনের কাছে জানা যায়, ভোর চারটার সময় আগুন লাগে। এরপর স্থানীয় লোকজন টের পেলে পানি ও বালি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রনে আনতে ভোর ছয়টা বেজে যায়। এর মধ্যে আগুনে মার্কেটের আটটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়।

ধারণা করা হচ্ছে শর্ট-সার্কিট থেকে এই আগুন লেগেছে।

এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা অগ্নিকান্ডের স্থান সরজমিনে পরিদর্শন করেন।

আগুনে আনুমানিক ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। এর মাঝে মার্কেটের মুদি দোকানদার আব্দুল মান্নানের দেড় লক্ষ টাকা, রিক্সা গ্যারেজের মালিক বজলুর সত্তর হাজার টাকা, মুদি দোকানদার বারার পঞ্চাশ হাজার টাকার, হোটেল মালিক গৌতমের পঞ্চাশ হাজার টাকা, চায়ের দোকানদার জাহাঙ্গীরের পঞ্চাশ হাজার টাকা, ওয়ার্কশপের মালিক মোশারফের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, লন্ড্রি দোকানদার জলিলের পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তারা নিউজ৩৯ কে জানান।

তারা আরও জানান ক্ষতিপুরণের জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। এছাড়া মার্কেটের মালিক জিয়াউর রহমানও ক্ষতিপুরণ প্রাপ্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। 

আপনার মতামত দিন