মুকসুমুল মুকিম,news39.net: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আলুবোঝাই ট্রলার ডুবে বেলায়াতুন নেসা (৫২) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কাজিরগাঁও গ্রামের মেঘনা নদীতে প্রচন্ড ঢেউয়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। বেলায়াতুন নেসা মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লার চর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
গজারিয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, মুন্সীগঞ্জ সদরের নদী তীরবর্তী এলাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী ট্রলারটি পথিমধ্যে মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় তিনজন পুরুষ সাঁতরে তীরে উঠলেও এক নারী নিখোঁজ আছে। খবর পেয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের ডুবুরিদল ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করছে বলেও, তিনি জানান।
আপনার মতামত দিন