মুকসুদপুর ইউনিয়নে নৌকা প্রতীকের অধ্যাপক আব্দুল হান্নান বিজয়ী

162

শরিফ হাসান ও মোঃ আল-আমিনঃ দোহারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুকসুদপুর ইউনিয়নে নৌকা প্রতীকের অধ্যাপক আব্দুল হান্নান চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯,৪১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের ডায়মন্ড শিকদার পেয়েছেন ১২৫১ ভোট। এইনিয়ে অধ্যাপক আব্দুল হান্নান পরপর ২ বার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন।

বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক আব্দুল হান্নান news39.net কে জানান, বিজয়ী হতে পেরে স্রষ্টার কাছে কৃতী প্রকাশ করেন । একইসাথে, তিনি জনগনকে ধন্যবাদ জানান তাকে ভোট দিয়ে নির্বাচিত করায়। তিনি সাংসদ সালমান এফ রহমান এবং উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নৌকা প্রতীকে তার উপর আস্থা রাখায়।

তিনি আরও বলেন, সবাইকে সাথে নিয়ে আরও পরিকল্পিত, উন্নত, শিক্ষিত, আধুনিক মুকসুদপুর ইউনিয়ন গড়বেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।

আপনার মতামত দিন