ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে দুটি প্রশিক্ষণ বিমানের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধরা পড়েছে এ সংঘর্ষের দৃশ্য। এ ঘটনায় দুই বিমানের পাইলটই মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। খবর এয়ারডাটা নিউজের।
কলম্বিয়ার স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার (১ জুলাই) অ্যাপিয়াই বিমান ঘাঁটিতে ঘটে এ দুর্ঘটনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে আকাশে উড়ছিল বেশ কয়েকটি বিমান। এ সময় দুটি টি-২৭ টুকানো বিমান একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক জানিয়েছে, কলম্বিয়ার এয়ারফোর্স কর্তৃপক্ষ। এরইমধ্যে, এ ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
প্রসঙ্গত, বিমানবাহিনীর প্রশিক্ষণের জন্য ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশেই ব্যবহৃত হয় ব্রাজিলে তৈরি টি-২৭ টুকানো বিমান।