ভারতের মহারাষ্ট্রে হওয়া ভূমিধসে বেড়েই চলেছে প্রাণহানি। রোববার (২৩ জুলাই) কাঁদামাটির নিচ থেকে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এ ঘটনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৭ জনে। এখনও নিখোঁজ ৮১ বাসিন্দা। তাদের সন্ধানে চলছে জোরালো তল্লাশি অভিযান। খবর ইন্ডিয়া টুডের।
এদিকে, দুর্ঘটনার চারদিন পেরিয়ে যাওয়ায় গ্রামবাসীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বলে জানিয়েছে এনডিআরএফ। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণেই পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে চাপা পড়েন রায়গড় এলাকার কমপক্ষে ২২৯ অধিবাসী। যাদের মধ্যে ১২১ জনকে জীবিত উদ্ধার করা গেছে। ১০ জনের অবস্থা সংকটাপন্ন। গ্রামবাসীরা জানান, কয়েকটি পরিবার পাশের এলাকায় বিয়ের অনুষ্ঠান আর ধান রোপণের জন্য যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন তারা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ জুলাই) গভীর রাতে ঘটে এ ভূমিধসের ঘটনা। প্রতিকূল আবহাওয়ায় ফায়ার ব্রিগেড এবং উদ্ধারকর্মীদের পৌঁছাতেও দেরি হয়।