মটর সাইকেল দূর্ঘটনায় দক্ষিন শিমুলিয়ায় শিশু আহত

517

দোহার উপজেলার দক্ষিন শিমুলিয়া গ্রামে মটর সাইকেল দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে একটি শিশু। শিশুটির সাম আরিফুল(০৭)। সে দক্ষিন শিমুলিয়ার মাইনুল ইসলামের ছেলে।

জানা যায় দক্ষিন শিমুলিয়া গ্রামের বাতেন মাঝির ছেলে হাফিজুল বাইক চালিয়ে ঐ বাসার সামনে দিয়ে যাওয়ার সময় শিশু বাচ্চা আরিফুল দৌড়ে রাস্তা পারাপার হচ্ছিলো। হঠাৎ তার বাইকের ধাক্কায় আরিফুল পড়ে গেলে তার পায়ের উপর দিয়ে বাইকটি উঠে যায়। ঘটনাস্থলে আরিফুলের পা ভেঙে যায় ও মাথা ফেটে যায়। পরবর্তীতে হাফিজুলই তার আত্মীয় স্বজন দের জানান এবং নিজ খরচে আরিফুল্ কে জয়পাড়া সরকারি হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে তার পরীক্ষা নিরিক্ষা ও সুষ্ঠ চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।

আপনার মতামত দিন