বেনজির আহমেদ দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে : জামায়াত আমির

13
বেনজির আহমেদ দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে : জামায়াত আমির

ডেস্ক রিপোর্টার মোঃ সোহেল: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কক্সবাজারে এক বিরাট জনসভায় বক্তব্য রাখেন, যেখানে তিনি জামায়াতের উদ্দেশ্য ও প্রস্তুতি তুলে ধরেন। তিনি বলেন, জামায়াত একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও অহিংস সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশবাসী এমন মানুষের নেতৃত্ব চায় যারা সবার নিরাপত্তা নিশ্চিত করবে। নতুন বাংলাদেশ গঠনে জামায়াত কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেবে না এবং দেশের প্রয়োজনে সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত রয়েছে।

জনসভায় জামায়াত আমির সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বেনজির আহমেদ শাপলা চত্বরে নিরীহ আলেম ও হাফেজদের হত্যার ঘটনায় জড়িত ছিলেন এবং তার হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। জামায়াত আমির পুলিশ বাহিনীকে সতর্ক থাকার এবং ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে না পড়ার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ বাহিনী যেন তাদের রাষ্ট্রীয় দায়িত্ব ঠিকভাবে পালন করে এবং সন্ত্রাসী ষড়যন্ত্রকারীর প্রতি ঘৃণা প্রদর্শন করে।

জনসভায় জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন

আপনার মতামত দিন