বৃষ্টি-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ভারত; উত্তরাঞ্চলে ৩৭ জনের মৃত্যু

13
বৃষ্টি-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ভারত; উত্তরাঞ্চলে ৩৭ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলে ভারি বর্ষণ-বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৭ জন। মঙ্গলবার (১১ জুলাই) এ তথ্য নিশ্চিত করে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। টাইমস অব ইন্ডিয়ার খবর।

জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ২০৬ মিটার ওপর দিয়ে বইছে। কারণ, হরিয়ানায় বন্যার প্লাবন কমাতে প্রতিদিন হাতনিকুন্ড বাধের স্লুইস গেট খোলা হচ্ছে। যমুনায় ছাড়া হচ্ছে এক লাখ কিউসেক মিটার পানি। পরিস্থিতি মোকাবেলায় ১৬টি কন্ট্রোল রুম খুলেছে কেজরিওয়াল প্রশাসন।

অবশ্য, চলতি বর্ষা মৌসুমে সবচেয়ে খারাপ পরিস্থিতি হিমাচল প্রদেশ ও উত্তরাখান্ডের। বন্যার পানির তোড়ে ভেসে গেছে বহু ঘরবাড়ি। ভেঙে পড়েছে অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা। সে কারণে, দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সহযোগিতা। ঝুঁকিপূর্ণ উপায়ে আটকা পড়াদের উদ্ধার করছে রাজ্য প্রশাসন।

চলতি মৌসুমে ভারি বৃষ্টিপাত-বন্যা-ভূমিধস দেখছে পাঞ্জাব ও জম্মু-কাশ্মিরও। ঐতিহাসিক ‘অমরনাথ তীর্থযাত্রা’ শুরু হলেও কড়া নজর রেখেছে প্রশাসন।

 

আপনার মতামত দিন