দোহারে বৃত্ত গ্রুপের অফিসে হামলা

313

দোহারে, ব্যাবসায়িক প্রতিষ্ঠান বৃত্ত গ্রুপের প্রধান অফিসে কে বা কারা শুক্রবার রাত ৩টায় হামলা চালিয়েছে। অফিসটি দোহার উপজেলার লটাখোলার করম আলী মোড়ে করম আলী টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত। বৃত্ত গ্রুপের অন্যতম পরিচালক মোঃ আলমগীর হোসেন নিউজ৩৯কে জানান, রাত ৩টায় মার্কেটের মালিক করম আলী তাকে ফোন করে জানান কে বা কারা তাদের অফিস লক্ষ্য করে বড় বড় ইট/পাথর নিক্ষেপ করে পালিয়ে গেছে। অতঃপর তারা ঘটনাস্থলে পৌছলে তাদের বাইরের দিকে কাচের ১০মিমি শীল্ড ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। তিনি এতে ক্ষতির পরিমাণ ৩০/৩৫ হাজার টাকা বলে জানান। 

এ ব্যাপারে মার্কেটের মালিক করম আলী দোহার থানায় একটি জিডি করেছেন বলে জানান। জিডি নম্বর ৭২২/২০/১২/১৩ । দোহার থানা ওসি কামরুল ইসলাম শুক্রবার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য করম আলী দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন বলে পরিচিত দোহার-নবাবগঞ্জ আসনের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী।  

আপনার মতামত দিন