বুধবার দোহারে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে

68

মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ ২রা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধির সুরক্ষার কথা মাথায় রেখে, তাদের জন্য বুধবার দোহারে ফাইজার টিকা প্রদান করা হবে। দোহার উপজেলায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ১৮৭২ জন পরীক্ষার্থীকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৪ নভেম্বর বুধবার সকাল ৯ ঘটিকা থেকে জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে করোনা ভাইরাসের ভ্যাক্সিন (ফাইজার) ১ম ডোজ প্রদান করা হবে। দোহারের সকল এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নিন্মোক্ত ডকুমেন্ট সহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য উপজেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে।

দোহার উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিউজ৩৯কে বলেন, টিকার জন্য ১. পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড।২. করোনা টিকা কার্ড(২ কপি)। আনতে হবে। একইসাথে, টীকা গ্রহনে সুবিধা হয় এমন পোশাক পরিধান করার অনুরোধ করা হয়েছে। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। কেউ টিকা নিতে না পারলে, বিশেষ ব্যবস্থায় পরবর্তীতে তাকে টিকা নিতে হবে।

আপনার মতামত দিন