আগামী বছর বাংলাদেশে করোনার টিকা উৎপাদন শুরু হবে – সালমান এফ রহমান এমপি

    39

    মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির-ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আগামী বছর দেশে করোনার টিকা উৎপাদন শুরু করার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।

    টিকা উৎপাদন নিয়ে সালমান এফ রহমান বলেন, ‘ইনসেপটা চীনের সঙ্গে টিকা উৎপাদনের চুক্তি করেছে। বেক্সিমকো আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে টিকা উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। সব টিকা উৎপাদক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে। আশা করছি, আগামী বছর বাংলাদেশে করোনার টিকা উৎপাদন শুরু হবে।’

    সালমান এফ রহমান বলেন, ‘‘বেক্সিমকো যখন করোনার টিকা আমদানির চুক্তি করে, তখন ওই টিকা অনুমোদনও পায়নি। প্রধানমন্ত্রী বললেন ‘অগ্রিম বুকিং দিতে’। তাই আমরা টাকা দিয়ে বুকিং করি। যখন আমরা টিকা পাই—তখন কানাডা, আমেরিকা ও ইউরোপেও টিকা দেওয়া শুরু হয়নি। আগামী বছরের শুরুতে সেরাম থেকে বাকি টিকা পাওয়া যাবে। এখন পর্যন্ত সরকার যত টিকা আমদানি করছে, সেরাম থেকে টিকার মূল্য সর্বনিম্ন। ওই দামেই আমরা টিকা পাবো।’’

    আপনার মতামত দিন