বিশ্বে এখন নারীর ক্ষমতায়নের প্রতীক শেখ হাসিনা: সালমান এফ রহমান

216
সালমান এফ রহমান

শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ এর সাংসদ সালমান এফ রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন বাংলাদেশ, তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে বাংলাদেশের উন্নয়ন। ধন্য পিতার ধন্য কন্যার নেতৃত্বেই বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের একটি দৃষ্টান্ত। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও চিন্তাশীল নেতৃত্বের কারনে বর্তমানে আমরা নারীদের উন্নয়নে আমেরিকার চেয়েও ভাল অবস্থানে আছি। নারীদের অধিকার ও অগ্রগতিতেও শেখ হাসিনার নাম এখন সর্বত্র। তিনিই সারাবিশ্বে নারীর ক্ষমতায়নের প্রতীক।

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সালমান এফ রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধণ ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনবন্ধু নির্মল রঞ্জন গুহ।

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক আইজিআর ড. খান মো. আব্দুল মান্নান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরু ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদার, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মেহেবুব কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সালাম সিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম.এ মজিদ, দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন আল-মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন দরানী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ উদ্দিন।

অন্য খবর  রায়পাড়ায় মামলার সাক্ষীকে পেটানোর অভিযোগ

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন প্রমূখ।

আপনার মতামত দিন