৩ মন্ত্রী, ২ এমপি’র বাহ্রা ঘাট পরিদর্শন

271

 নিউজ৩৯, আসাদঃ পরিদর্শন করে গেলেন দোহার ভয়াবহ ভাঙন পীড়িত অঞ্চল বাহ্রা ঘাটে ৩ মন্ত্রী, ২ এমপি। এ সময় তারা বাহ্রা ঘাটের খতিগ্রস্থ্য দোকানদার ও পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, স্ব-রাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পিনু খান এমপি, স্থানীয় এমপি সালমা ইসলাম, উপজেলা চেয়ারম্যান কামরুল হুদা, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, মাহবুবুর রহমান, আলী আহসান খোকন, উপজেলা নির্বাহী অফিসার নূরুল করিম ভূইয়া, নির্মল রঞ্জন গুহ, সিরাজুল ইসলাম ভুলু, স্থানীয় চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান প্রমূখ। 

আপনার মতামত দিন