আগামীকাল বাহ্রা ঘাটে তরুণ প্রজন্মের সম্মেলন

225

নিউজ্জ৩৯ :: হারিয়ে যাচ্ছে দোহার। বাংলাদেশের মানচিত্র হতে এমনিভাবে হয়তো হারিয়ে যাবো আমরা। ভবিষ্যৎ প্রজন্ম –  ইতিহাসের পাতায় প্রজন্ম থেকে প্রজন্ম পড়বে ঐতিহ্যবাহী জনপদ হিসাবে দোহারের নাম। জাতীয় আয়ে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশ হতে টাকা প্রেরণকারী উপজেলা হিসাবে আমরা থাকবো ইতিহাসের পাতায় পাতায়। হয়তো একদিন আমার –আপনার – আমাদের বাড়ীর উপর দিয়ে বইবে প্রমত্ত পদ্মা। নদী ভাঙ্গনের শিকার হয়ে আমরা উদ্বাস্তু হবো, হবো গৃহহারা, ঘর-বাড়ী ঠিকানাহীন এক নাগরিক। না ; আমরা তা হতে দিতে পারি না !! আমরা ইতিহাস গড়বো – পদ্মা বাঁধ দিয়ে। আমরা দল মত নির্বিশেষ জাতীয় ঐক্যের উদাহরণ হবো। চলে আসুন !! আসুন সকলে !! এক হয়ে আসুন !! আমাদের একতাই আমাদের বড় শক্তি আর ভিটে মাটি রক্ষার এই আন্দোলন আমাদের প্রেরণা, আমাদের বেঁচে থাকার অক্সিজেন। আসুন সকলে। জা—-আ—আ—-গু—উ—উ—ন।। আগামীকাল ১২ই সেপ্টেম্বর বিকাল ৫টায় নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাটের বাংলাবাজারে এই আন্দোলনে আসুন। প্রধান্মন্ত্রীর নিকট, সরকারের নিকট আমাদের আকুল আবেদন – ‘ ত্রাণ চাই না , বাঁধ চাই। পদ্মা ব্রীজের সাথে বাঁধ চাই। 

আপনার মতামত দিন