বাহ্রায় বিয়েবাড়িতে কথা কাটাকাটি ৪ জনকে কুপিয়ে জখম

613

ঢাকার নবাবগঞ্জের বাহ্রা সোনারগাঁও এলাকায় কনের বাড়িতে বরের জুতো লুকানোর ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে কনে পক্ষের ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতের স্বজনদের অভিযোগ ঘটনার ৫ দিনেও আসামি ধরেনি পুলিশ। আহতরা হলেন- কনের চাচা মোশারফ মেম্বার (৪৫), রবিউল (৩০), আবু বক্কর (২৮), ফুপা- রকমত উল্লাহ (৫২)। আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩জন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ই আগস্ট বাহ্রা সোনারগাঁও গ্রামের দারগালীর মেয়ের সঙ্গে তেলেঙ্গা গ্রামের বর রাজুর বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বরের জুতো লুকানোর ঘটনা নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পরের দিন সকালে স্থানীয় সিরাজ মেম্বারের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল বাহ্রা বাজার এলাকায় ধারালো অস্ত্র নিয়ে আবু বক্করকে কুপিয়ে জখম করে। স্বজনরা এ ঘটনার অভিযোগ জানাতে স্থানীয় ইউনিয়ন পরিষদে গেলে হামলাকারীরা মোশারফ মেম্বার, রকমত উল্লাহ ও রবিউলকেও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
ইউপি সদস্য মোশারফ হোসেন অভিযোগ করেন, ঘটনার ৫ দিন পর মামলা নিয়েছে পুলিশ। এ অমানবিক ঘটনায় কাউকে ধরতেই পারেনি পুলিশ। এ বিষয়ে সিরাজ মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ঘটনার সত্যতা যাচাই করে মামলা নেয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত দিন