বান্দুরায় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

333

তানজিম ইসলাম, নিউজ ৩৯. নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মৌলভীডাংগী গ্রামে ঘাতকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শফিউর রহমান উরফে মঙ্গল হাজী নামে এক ব্যক্তি। তিনি মৃত বলাই হাওলাদারের ছেলে।

নিহতের বড় ছেলে ওয়াসিম জানান, আজ সকালে তার বাবা ফজরের নামায আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্য রওনা হন। পথে এক ঘাতক তার বাবাকে ধারালো ছুরি দিয়ে মারাত্মকভাবে বেশ কয়েকটি আঘাত করে, তার বাবা চিৎকার করলে সে ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘাতক তাকে দেখে পালিয়ে যায়।

মঙ্গল হাজীকে ডাক্তারের কাছে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। কেন মঙ্গল হাজিকে খুন করা হয়ে থাকতে পররে সে সম্পর্কে জানতে চাইলে  ওয়াসিম নিউজ৩৯.নেট-কে জানান, “আমার বাবা ছিলেন একজন জনদরদি মানুষ। তিনি নানা রকম বিচার সালিশি করতেন, আমার বাবার কোন শত্রু ছিল না। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছ তা এখনো আমরা জানতে পারি নি।“

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, “একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কাউকে গ্রেফতার করা হয় নি, কিন্তু আমরা অতি দ্রুত  তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিকে গ্রেফতার করব।“

আপনার মতামত দিন