পিরোজপুরের তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

24
পিরোজপুরের তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

ডেস্ক রিপোর্টার মোঃ সোহেল: আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ প্রার্থিতা ঘোষণা করা হয়।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে তারা তিনটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।

ঘোষিত প্রার্থীরা হলেন:

পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানি ও নাজিরপুর) আসনে আলহাজ্ব মাসুদ সাঈদী, যিনি জামায়াতের প্রয়াত নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে।

পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনে মনোনীত হয়েছেন আলহাজ্ব শামীম সাঈদী, দেলোয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল।

প্রার্থী ঘোষণার পর থেকেই পিরোজপুরের জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন এবং প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা তালিমুল বিভাগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসেন। এ সময় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন