পল্লীকবি জসীমউদদীনের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

420
পল্লীকবি জসীমউদদীনের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনে ফরিদপুরে পল্লীকবি জসীমউদদীনের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। সোমবার সকাল ৮টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির কবরস্থানে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
এরপর কবির বাড়ির আঙ্গিনায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিলে শরিক হন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবু নঈম মোহম্মদ আবদুর ছবুর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রশিদ, কবির বড় পুত্র ড. জামিল আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম প্রমুখ।

আপনার মতামত দিন