নির্বাচনী প্রচারণায় সালমা ইসলাম

226

আসিফ শেখ♦ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা-১ (দোহার নবাবগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বর্তমান সর্বদলীয় সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম।
২০ ডিসেম্বর শুক্রবার দুপুরে তার শশুরবাড়ির এলাকা নবাবগঞ্জ উপজেলার চুড়াইনের মরিচপট্টি গ্রাম থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় তিনি ভোটারদের কাছে পার্টির প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের পক্ষে জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকে তাদের ভোট ও দোয়া চান।
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সালমা ইসলামের সাথে প্রতিদ্বন্দিতা করছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও ওয়ার্কাস পার্টির করম আলী। তারা ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন