নারিশা বাজার বণিক সমিতি নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। রাত পোহালেই নির্বাচন। আগামীকাল রবিবার সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
শেষ মুহুর্তেও প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কে হবে নতুন সভাপতি? এ নিয়ে সবাই কৌতুহলী। ভোটাররা চান যোগ্যতম প্রার্থী সভাপতি নির্বাচিত হোক। প্রার্থীরা দিয়েছেন নানা প্রতিশ্রুতি। এর মধ্যে মঞ্জু মোল্লা বাজারেকে নদী ভাঙ্গন রক্ষা করা, একটি টয়লেট, দুইটি আর্সেনিকমুক্ত টিউবওয়েল ও বণিক সমিতি অফিস স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন।
ওহাব মোল্লা দুইটি টয়লেট, বণিক সমিতি অফিস স্থাপন, নিজ এবং সরকারি সহায়তায় নদী ভাঙ্গন থেকে বাজার রক্ষা ও নারিশা বাজার ট্রলার ঘাট এর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
ইসহাক খান এর কাছে প্রতিশ্রুতির কথা জানতে চাইলে তিনি বলেন, “আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, কাজে বিশ্বাসী।” তিনি আরো বলেন, নির্বাচিত হলে প্রথমেই বাজার রেজিস্ট্রেশন এর জন্য কাজ করবেন। নদী ভাঙ্গনের ব্যাপারেও তার পরিকল্পনা রয়েছে।
আরেক সভাপতি প্রার্থী ও বর্তমান সভাপতি ইব্রাহিম মৃধা সাংবাদিকদের এর সাথে কথা বলতে রাজি হন নি।
ভোটারদের সাথে কথা বললে অধিকাংশ ভোটারই বলেন, “যে প্রার্থী নদী ভাঙ্গন থেকে বাজার রক্ষার কাজ করবে আমরা তাকেই এগিয়ে রাখব।”