নব নির্বাচিত পৌর পরিষদ এবং পৌরবাসীর সাথে মত বিনিময় সভা

72
নব নির্বাচিত পৌর পরিষদ এবং পৌরবাসীর সাথে মত বিনিময় সভা

ঢাকার দোহার পৌরসভার নব নির্বাচিত পৌর পরিষদ এবং সর্বসাধারণের সাথে মত বিনিময় সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে পৌর মেয়র আলমাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, সারাদেশে নৃত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। আর এর কারণ হল শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই এর দাম বেড়েছে সে জন্য আমাদের দেশেও তেলের দামসহ বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। এবং দোহার পৌরসভার আগামীতে উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা করম আলী, পৌরসভার প্রকৌশলী মশিউর রহমান, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজসহ সাধারণ আসনের কাউন্সিলর,সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যন্য সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আপনার মতামত দিন