নবাবগঞ্জে ৫ ইট ভাটাকে জরিমানা

772

ঢাকার নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা এবং পরিবেশ দূষণ করে ইট পোড়ানোর দায়ে ৫ টি ইট ভাটাকে জরিমানা করেছে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নির ভ্রাম্যমান ভ্রাম্যমাণ আদালত । গত ১লা জানুয়ারি রবিবাব এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাকা চিমনী না থাকায় দুইটি ইটা ভাটার কাজ বন্ধ করে দেয়া হয়। অভিযান পরিচালিনার সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিহির লাল সরকার ও নবাবগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৫টি ভাটায় অভিযান চালিয়ে জেবিসিকে ৩০হাজার, এনবিআইকে-২ ৫০ হাজার, ময়মন্দি ব্রিকস ফিল্ডকে ৫০হাজার, গোল্ড ব্রিকসকে ৭০হাজার এবং বিবিসি ব্রিক ফিল্ডকে ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন, ব্রিকস লাইসেন্স ও টিনের চিমনী ব্যবহারের কারণে এসব ভাটাকে জরিমানা করা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই শফিকুল ইসলাম সুমন বলেন, “ভ্রাম্যমান আদালত নানা অনিয়মের অভিযোগে এসব ইট ভাটাকে অর্থদন্ড করা হয়েছে”।

আপনার মতামত দিন