জয়কৃষ্ণপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

250

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে সোনাবাজুর এলাকায় কোনো গাড়ির ধাক্কায় আহত অবস্থায় ওই বৃদ্ধাকে দেখতে পায় স্থানীয় লোকজন। এসময় স্থানীয়দের সহযোগিতায় গ্রাম পুলিশ এরশাদ ওই বৃদ্ধাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, বৃদ্ধার দেহের ক্ষত দেখে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত দিন