“জামাত শিবির রাজাকার,এই মুহুর্তে বাংলা ছাড়,সারাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শক্র এদের মূলউৎপাটন করবই” এই শ্লোগানকে ধারণ করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জঙ্গিবাদ বিরোধী র্যালী ও সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিসের সামনে থেকে এক র্যালী অনুষ্ঠিত হয়। সাবেক এম,পি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অর-রশিদের সভাপত্বিতে র্যালীতে উপস্থিত মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফকু, মুক্তিযোদ্ধা এস.পি (অব.) আব্দুল হাকিম, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার সুশিল কুমার, নবাবগঞ্জ উপজেলা কমান্ডার আবু বকর সিদ্দিকী, ডেউটি কমান্ডার আব্দুল মহিদসহ ১৪ ইউনিয়ন কমান্ডার এবং নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ”দেশে জামায়াত শিবির এক হয়ে জঙ্গিবাদ কর্মকান্ড চালাচ্ছে তাই আমাদের সকলকে একত্রিত হয়ে তাদের মোকাবেলা করতে হবে। ৭১ এর মতো আরো একটি যুদ্ধ ঘোষণা করতে হবে জঙ্গিবাদের বিরুদ্ধে। যাতে এ দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে”।