নবাবগঞ্জে পৌছেছে সালমান এফ রহমানের পাঠানো ইভেরা ১২

391
নবাবগঞ্জ

সারাদেশের মধ্যে করোনার অন্যতম রেডজোনে অবস্থান করছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা। প্রতিদিনই এইখানে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে ৪০ জেলাকে ছাড়িয়ে গেছে নবাবগঞ্জ উপজেলায় করোনা সংক্রমনের সংখ্যা। ৩ জুন পর্যন্ত নবাবগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১৫২ জন। এরই মধ্যে ১২০ জন রোগীর জন্য করোনা বিরুদ্ধে সফলতা দেখানো ইভেরা ১২ ঔষুধ পাঠিয়েছে দেশের শীর্ষস্থানীয়  ঔষুধ উৎপাদন কারী প্রতিষ্ঠাব বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমানের নির্দেশে আজ দুপুরে নবাবগঞ্জে এসে পৌছেছে ইভেরা ১২।

রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালসহ অনেক চিকিৎসা প্রতিষ্ঠানে ইভেরা ১২ ইতিমধ্যেই সফলতা দেখিয়েছে। এর ধারাবাহিকতায় নবাবগঞ্জে করোনা আক্রান্ত ১২০ জনের উপর এই ঔষধ প্রেরন করা হয়েছে। এই ঔষুধের কার্যকারীতা নিয়মিত মনেটরিং করবেন ঢাকা মেডিকেলের অধ্যাপক আহমেদুল কবিৱ এবং স্থানীয় চিকিৎসকদের সমন্বয়ে গঠিত টিম। করোনা আক্রান্ত রোগীদেৱ চিকিৎসা, ফলোআপ এবং ফলাফল এই টিম সরাসরি মনিটরিং করবেন।

আপনার মতামত দিন