শোল্লায় ধান কাটার জন্য কম্ববাইন হার্ভেস্টারের ব্যবস্থা করলেন সালমান এফ রহমান

242
নবাবগঞ্জ

করোনা মহামারীতে বিপর্যস্ত সারা বিশ্ব। এর ব্যতিক্রম নয় বাংলাদেশেও। এর মাঝে আক্রান্তের দিক থেকে বাংলাদেশের ৪০টি জেলাকেও ছাড়িয়ে গেছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা। ফলে ধান কাটার জন্য শ্রমিক সংকটে পরে গেছে এই অঞ্চলের কৃষকেরা। এই সময় কৃষকদের সমস্যা দূর করতে এগিয়ে এসেছেন ঢাকা ১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নে ইতিমধ্যে পৌছে গেছে এই কম্বাইন হারভেস্টারের। শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমানের তত্ত্বাবধানে ইতিমধ্যে মাঠে মাঠে কৃষকদের ধান কাটা শুরু করেছে এই কম্বাইন হারভেস্টার।

কৃষকদের চাহিদা অনুযায়ী এই হারভেস্টার কৃষকের জমির ধান কেটে দেবে। কোন কৃষকের এই হারভেস্টার প্রয়োজন হলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

১) আরশাদুল- 01991807333

২) জুয়েল- 01779009600 (শোল্লা)

আপনার মতামত দিন