আসিফ শেখ: নবাবগঞ্জ উপজেলায় ১লা এপ্রিল পতাকা উত্তোলন দিবস পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ। ১৯৭১ সালে এই দিনে নবাবগঞ্জ ঐতিহাসিক মাঠ (বর্তমান নবাবগঞ্জ পাইলট মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে) এ পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের সংগঠক তৎকালীন গণপরিষদ সদস্য আবু মোহাম্মদ সুবেদ আলী টিপু।
১ এপ্রিলকে পতাকা দিবস ঘোষণা করে পতাকা উত্তোলণ করা হয়। এখন থেকে প্রতিবছর এ দিবসটি পালিত হবে,বলে জানান মুক্তিযোদ্ধারা। নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের সংগঠক আবু মো: সুবিদ আলী টিপু।
মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ১ এপ্রিল প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও ব্যারিষ্টার আমিরুল ইসলামের প্রেরণায় নবাবগঞ্জে পাকিস্তানী পতাকা পুড়িয়ে স্বাধীনতার চেতনায় লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়। সেদিন থেকে নবাবগঞ্জে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয় এবং হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংগঠক মোশারফ হোসেন খান, কালীপদ মালু, আব্দুল বাছেত প্রমুখ। আলোচনা শেষে একটি বণার্ঢ্য র্যালী বের করা হয়।