নবাবগঞ্জে দুর্বৃত্তের গুলিতে প্রবাসী নিহত

238

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মুখোশধারী একদল দুর্বৃত্তের গুলিতে শহীদ খান (৩৯) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
শহীদ খান দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করছেন। গত মাসের ১৫ তারিখে ছয় মাসের ছুটিতে তিনি বাড়ি আসেন।

স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে ১৫-২০ জন অস্ত্রধারী ডাকাতদল শহিদের বাড়ির কাঠের দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রী হামিদা বেগমকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। একপর্যায়ে একজন ডাকাতের মুখোশ খুলে যায়। এ সময় শহিদ খান তাকে চিনে ফেললে সে তার বুকের বামপাশে গুলি করে পালিয়ে যায়।

এ সময় চিত্কার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে শহীদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, শত্রুতার জের ধরে শহিদকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান বলেন, ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত দিন