নবাবগঞ্জে এমপি পুত্র রনির বিরুদ্ধে নিহতের মেয়ের সাক্ষ্য গ্রহণ

657

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে নিহত অটোরিক্সাচালক ইয়াকুব আলীর মেয়ে রুনা আক্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ মোসা. শামছুন নাহার এ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আগামী ২৭ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
এনিয়ে মামলাটিতে ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

এর আগে গত ২৬ মে মামলার বাদী নিহত রিক্সাচালক হাকিমের মা মনোয়ারা বেগম এবং অটোরিক্সাচালক ইয়াকুব আলীর স্ত্রী সালমা বেগম সাক্ষ্য দেন।

সাক্ষ্য গ্রহণকালে আসামি বখতিয়ার আলম রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত ৬ মার্চ মামলাটিতে এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জগঠন করেন।

মামলাটিতে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস রণির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলাটিতে বখতিয়ার আলম রনিকে তিনদফা দশ দিনের রিমান্ড শেষে ২০১৫ সালের ২ জুলাই আদালতে তাকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

অন্য খবর  সেরা করদাতা সম্মাননা পেলেন সালমান এফ রহমান ও এ এস এফ রহমান

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।

আপনার মতামত দিন