নবাবগঞ্জে ইছামতি নদী থেকে যুবতীর লাশ উদ্ধার

335
নবাবগঞ্জে ইছামতি নদী থেকে যুবতীর লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদী থেকে সুমা (২২) নামের এক যুবতীর ভাসমান লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে বান্দুরা ইউনিয়নের ধাপারি বাজার এলাকা থেকে যুবতীর লাশ উদ্ধার করা হয়। মৃত সুমা দোহার উপজেলার চরকুশাইর চর গ্রাম(হাজাম বাড়ির মৌড়)এলাকার ইকলাছ ভূঁইয়া ও আছিয়া বেগমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ধাপারি বাজার এলাকায় ইছামতির নদীর সেতুর নীচে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুপুরে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক তানভীর শেখ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সুমা মানুষিক ভারসাম্যহীন ছিলেন।  ধারনা করা হচ্ছে কোন এক সময় নদীতে নেমে পানির নীচে তলিয়ে গেছে। পরে মরে ভেসে ওঠে বলে ধারনা করছেন এ কর্মকর্তা।

আপনার মতামত দিন