দোহারে নৌপথ বন্ধ, প্রতিষ্ঠান বিকেল ৫টায় বন্ধ, করোনায় সারাদেশে শীর্ষে দোহার – নবাবগঞ্জ

365
করোনায় সারাদেশে শীর্ষে দোহার - নবাবগঞ্জ
দোহার

দোহার উপজেলা পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা -১ সাংসদ সালমান এফ রহমানের নির্দেশনায় আগামী ৭দিন দোহারের সাথে ফরিদপুরসহ অন্যান্য জেলার নদীপথে দোহারের সাথে সম্পূর্ণ বন্ধ থাকবে।
সকল হাট-বাজারসহ অন্যান্য প্রতিষ্ঠান বিকাল ৫ টার পর বন্ধ থাকবে। সবাইকে অবশ্যই মাক্স পরিধান বাধ্যতামূলক। দোহার সাথে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ বর্ডার এলাকায় পুলিশ পাহারা থাকবে।
উল্ল্যখ্য, গত এক সপ্তাহে করোনা আক্রান্তের হার দোহারে ৪৫% এবং নবাবগঞ্জে ৪৭% (টেস্ট অনুযায়ী) । যা দেশের সর্বোচ্চ করোনা শনাক্ত হার।
উল্লেখ্য, ২৩ জুন ২০২১, ঢাকা জেলা প্রশাসকের সভাপতিত্বে দোহার নবাবগঞ্জের কভিড-১৯ নিয়ন্ত্রণে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ সচিব জনাব আলী নূর মহোদয় বিশেষ অতিথি, ঢাকা জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন ঢাকা, দোহার-নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যানদ্বয়; নিবার্হী কর্মকর্তাদ্বয়; থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়।
সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

আপনার মতামত দিন