নবাবগঞ্জে ইউপি মেম্বার প্রার্থীর বাড়ীতে সন্ত্রাসী হামলা

141

আব্দুর রাহিম, সাংবাদিক, news39.net: আসন্ন ইউপি নির্বাচনে নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মাসুদ রানা শীতল-এর ঘরে কুপিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সেসময়ে তিনি ঘরে ছিলেন।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ইউনিয়নের শুরগাও গ্রামে এই ঘটনা ঘটে।
মাসুদ রানা জানান, আমার আশংকা নির্বাচনে দাড়ানোর ঘোষণায়, শত্রুতাবশত হত্যার উদ্দেশ্যে এঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

মাসুদ রানা আরও জানান, শুরগাও গ্রামের পাকা রাস্তার ধারে সবুজ পোল্ট্রি ফার্ম নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার। ফার্ম পাহাড়া দিতে ফার্মে র পাশে পাকা রাস্তার সাথে একটি একচালা ঘরে রাতে থাকেন তিনি। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঘরের দরজা ধাক্কা-ধাক্কি করে। শব্দ পেয়ে ডাক-চিৎকার দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে টিনের বেড়া কুপিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময়ে গ্রামের একটি ব্লাড ডোনার্স ক্লাবের সাইন বোর্ড কুপিয়ে যায়। এঘটনায় বুধবার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটি লিখিত অভিযোগও করেছি।

তিনি বলেন, এলাকায় আমার বিপুল জনমতের ফলে অসংখ্য কর্মী-সমর্থক সৃষ্টি হয়েছে। এতেই কারো স্বার্থে ব্যঘাত ঘটেছে। তারা আমাকে হত্যা করতে চেয়েছিল।

অন্য খবর  দোহার উপজেলা পরিষদ কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ

গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মতামত দিন