নবাবগঞ্জের পুরাতন বান্দুরা ভাঙ্গা চালা মেইন রোড থেকে সোহেল শিকদারের বাড়ি পর্যন্ত রাস্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার পুরাতন বান্দুরা ও মহব্বতপুর বর্ডারের সর্বস্তরের জনগণের উদ্যোগে গতকাল ৭ মার্চ মঙ্গলবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী, পুরুষ, শিশুসহ প্রায় হাজারো মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে বক্তারা জানান, পুরাতন বান্দুরা ভাঙা চালা মেইন রোড থেকে সোহেল শিকদারের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাটি মহ্ববতপুর ও পুরাতন বান্দুরা গ্রাম দুইটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি প্রায় ১২ বছর পূর্বে নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও নানাবিধ সমস্যার কারণে কাজ শেষ হয়নি। চেয়ারম্যান তিনবার রাস্তাটির জন্য বরাদ্দও দিয়েছিলেন।
মানববন্ধনে এলাকাবাসী রাস্তাটি নির্মাণে স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এই সময় উপস্থিত ছিলেন— পুরাতন বান্দুরা মাদক বিরোধী সংগঠনের সভাপতি হারুন অর রশিদ, আক্কাছ মিয়া, ফজলুর রহমান, আওলাদ হোসেন, সোহেল শিকদার, চান্দু মেম্বার, ওয়াদুদ মিয়া, আলামিন, ফরমান প্রমুখ।