নবাবগঞ্জের ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার

333

ফারুক আহমেদ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া মোহনপুর  গ্রাম হতে র‌্যাব-১১ এর বিশেষদল অভিযান চালিয়ে ইয়াবাসহ ১জন গ্রেফতার করেছে।
র‌্যাব-১১ ও পুলিশ সূত্রে জানা গেছে, ২২আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর বিশেষদল অভিযান চালিয়ে ছাতিয়া মোহনপুর এলাকা হতে ফিরোজ হোসেন(২০)কে ইয়াবাসহ আটক করে।

ফিরোজের শরীরের বিভিন্নস্থান তল্লাসি করে ৮টি ইয়াবা, ২৯০০ টাকা, ২টি মোবাইল উদ্ধার করে। র‌্যাব-১১ আটককৃত ফিরোজকে নবাবগঞ্জ থানায় সোপর্দ করে মামলা করেন। পুলিশ ফিরোজকে আদালতে প্রেরণ করেন।

আপনার মতামত দিন