দোহার ফারিয়ার মানববন্ধন

486
দোহার ফারিয়া

বেতন বৈষম্য দুরি করন ও চাকরির নিশ্চয়তা বিধান, বেতন স্কেল ৭ম গ্রেডে উন্নত, ফারিয়াকে সরকার কর্তৃক স্বীকৃতি ও টিএডিএ প্রদান ও সাপ্তাহিক ছুটির দাবিতে মঙ্গলবার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানব বন্ধন করেছে বাংলাদেশ ফারমাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিটিভ এ্যাসোসিয়েশন(ফারিয়া) এর দোহার।

এই দাবিতে তারা মঙ্গলবার উপজেলা হেলথ কমপ্লেক্সের সামনে এই মানব বন্ধনের আয়োজন করে। এসময় দোহার উপজেলা ফারমাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিটিভরা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন দোহার ফারিয়ার সভাপতি ফজলুল করিম, সহ সভাপতি বিদ্যুৎ সাধারন সম্পাদক শাহিদুজ্জামান হিরা, সাংগঠনিক সম্পাদক মোঃ আদনান, প্রচার সম্পাদক খোকন চোকদারসহ দোহার উপজেলায় কাজ করা বিভিন্ন ফারমাসিউটিক্যাল রিপ্রেজেন্টিটভরা।

আপনার মতামত দিন