দোহারে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

1322
দোহারে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

ঢাকার দোহার উপজেলায় ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বন্যা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নারিশা ইউনিয়নের ডাকবাংলো এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।  নিহত বন্যা উপজেলার নুরপুর এলাকার মো. আবুল কালামের মেয়ে। সে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকালে বন্যা তার বন্ধু সোহাগের সাথে মোটরসাইকেল যোগে নারিশা ইউনিয়নের ডাকবাংলো এলাকায় ঘুরতে যায়। সেখানেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির গেটের সাথে ধাক্কা লেগে দুজনেই গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় সোহাগ তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বন্যাকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেন। আর সেখানেই তিনি মারা যান।

এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেননি। পরে পারিবারিকভাবে স্থানীয় একটি কবরস্থানে বন্যার লাশ দাফন করা হয়।

আপনার মতামত দিন